কবিতা

সম্প্রীতি

সাময়িকী: শুক্র ও শনিবার

-শংকর হালদার

বাংলাদেশে বৃষ্টি এলে
আমার বাড়ির উঠোন ভেজে
আমার বাড়ির সন্ধ্যা প্রদীপ
বাংলাদেশের আকাশ খোঁজে !
বাংলাদেশের পূবের আলো
আমার বাড়ির পশ্চিমে যায়
আমার বাড়ির একতারাটায়
জসিম উদ্দীন বৈঠা চালায় !
আমার বাড়ির ময়না টিয়ে
বাংলাদেশের আকাশ চেনে
আমার দেশের তারা খ’সে
পড়ে ওদের আম বাগানে !
আমার দেশের ঘূর্ণি হাওয়ায়
তোমার দেশের চূর্ণী ওড়ে
তোমার দেশের বাংলা ভাষা
আমার দেশের বুকের পাড়ে !
আমার দেশের ইলশেগুঁড়ি
পদ্মা বুকে সাঁতার কাটে
হিমসাগর ও সুখ খুঁজে পায়
বাংলাদেশের দুধের পাতে !
তোমার দেশের জামদানী’টা
আমার মেয়ের মুখের হাসি
রবি দুখু সবার বুকে
আজও বাজায় জাগার বাঁশি !
তবুও ওরা তুললো দেওয়াল
কাঁটাতারের শরীর জুড়ে
ফাগুন গুলোয় আগুন জ্বালায়
সব মানুষের অন্তঃপুরে !
ওরা নামের মুখোশ গুলোয়
সব পতাকার মিথ্যে ছবি
ভুললো ওরা মানুষ আসল
মানুষ হলো ই আসল নবী !!

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031