তরঙ্গটুডে

সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘ইতি, তোমারই ঢাকা’, নভেম্বরে মুক্তি

হ্যালোডেস্ক

দেশের প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘ইতি, তোমারই ঢাকা’। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামূল কবীর।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘ইতি, তোমারই ঢাকা’ সেন্সর ছাড়পত্র পাওয়ার পর দেশীয় দর্শকের জন্য ছবিটি মুক্তির পরিকল্পনা চলছে।

ইমপ্রেস টেলিফিল্ম-এর কনসালটেন্ট (ফিল্ম) ও এই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর আবু শাহেদ ইমন জানান, দেশে মুক্তির আগে আমরা চেয়েছিলাম সমসাময়িক বিশ্বের ছবিগুলোর সাথে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে এটি বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক। এখন পর্যন্ত বেশকিছু নামিদামি চলচ্চিত্র উৎসবে দেশের প্রথম এই অমনিবাস চলচ্চিত্রটি দেখানো হয়েছে। এবার দেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির পরিকল্পনা করছি। সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছি, সব ঠিক থাকলে নভেম্বরে আমরা চলচ্চিত্রটি মুক্তি দিবো।

গেল বছরের অক্টোবরে এশিয়ার সবচেয়ে বড় ও সম্মানজনক চলচ্চিত্র উৎসব ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ২৩ তম আসরে ওয়ার্ল্ড প্রিমিয়ারের মধ্য দিয়ে শুরু হয়েছিলো ‘ইতি, তোমারই ঢাকা’র যাত্রা। এরপর ইন্দোনিশিয়া, রাশিয়া, কম্বোডিয়া, কানাডা, ইংল্যান্ড, সাউথ আফ্রিকাসহ ভারতের মুম্বাই, পুনে, জয়পুর, চেন্নাইয়ে বেশকিছু চলচ্চিত্র উৎসবে দেখানো হয় ‘ইতি, তোমারই ঢাকা’।

সাম্প্রতিক ঢাকার চিত্র নিয়ে ১১ তরুণ নির্মাতা তৈরি করেছেন ‘ইতি, তোমারই ঢাকা’। তারা হলেন গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ শাওকী, তানিম নূর, তানভীর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও নুহাশ হুমায়ূন।

 

তথ্য: বিডি-প্রতিদিন

 

আর্কাইভ

ক্যালেন্ডার

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031