কবিতা

সেলাই দিয়ে জীবন চালাই

সাময়িকী: শুক্র ও শনিবার

-স্বপন রেজা

নিখুঁত বুনে যায় বৃষ্টি! তার কাছে নির্ধারিত সময়
বলে কিছু
নেই।

জন্মদিন!
কেবল বাহানা
মাত্র।

হাজার বাহানা আসে। হাজার বাহানা চলে যায়। মাকড়শার গুহায় জড়িয়ে যাই ;
মহুয়ার নেশায়।

নেমে পড়ে।
ঝরে
পড়ে।

নেমে পড়ে।
ঝরে ঝরে দেহভাষা নৃত্য
করে।

মৃত্তিকার
ঘ্রাণ
উড়ে জলজ বনে।

বৃষ্টি
থেমে গেলে বুঝে
যাই-

বৃষ্টি! তুমি, কতোটা প্রেমিক ছিল। প্রয়োজন ছিল।

সেলাই
দিয়ে
জীবন চালাই।

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930