হ্যালোডেস্ক
১৬ অক্টোবর সরকারি অনুমতি পেলেও নতুন ও মানসম্মত ছবির অভাবে দেশের বেশিরভাগ প্রেক্ষাগৃহের ফটকে এ সপ্তাহেও ঝুলছে তালা। আরও হতাশার খবর, দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স জানালো−২৩ অক্টোবরের আগে চালু হচ্ছে না তাদের হলগুলো।
এক দিনের মাথায় শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল জানালেন একসঙ্গে দুটি সুখবর। সব দ্বিধা উতরে এবার তিনি মুক্তি দিচ্ছেন প্রথম সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’। আর সেটি দিয়েই ‘নিউ নরমাল’ অধ্যায়ের শুভ সূচনা করতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স।
মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘একটা সুস্থ-স্বাভাবিক পৃথিবীর প্রত্যাশায় গত ১৩ মার্চ ছবিটির মুক্তি স্থগিত করেছিলাম। এরমধ্যে চলে গেছে ঘরবন্দি থমথমে ৭টি মাস! আমি মনে করি, এখন আমাদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখা গুরুত্বপূর্ণ। সেই ভাবনা থেকে স্টার সিনেপ্লেক্স-এর সব শাখায় ছবিটি মুক্তির আয়োজন করলাম।’
‘ঊনপঞ্চাশ বাতাস’-এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ।
মুক্তির খবরে শার্লিন ফারজানা বললেন, ‘ছবিটি বড় পর্দায় দেখার জন্য দীর্ঘ অপেক্ষা থেকে মুক্তি পাচ্ছি। এটাই আপাতত বড় সুখ। তবে ভয় ভয়ও লাগছে! কারণ মুক্তির পর শুরু হবে নতুন অপেক্ষার। দর্শক-সমালোচকদের মন্তব্যের অপেক্ষা। তবুও সবার প্রতি বিনীত অনুরোধ, হলে এসে সবাইকে ছবিটি দেখার।’
‘ঊনপঞ্চাশ বাতাস’-এর নামকরণ ও ধরন প্রসঙ্গে তিনি বলেন, ‘‘সবার জীবনে কিছু অনুভূতি থাকে, যা ভাষা, প্রতীক বা শব্দে প্রকাশ করা যায় না। অনুভবগুলো অনুভূত হতে হতেই যেন তার প্রকাশের আকৃতি বদলে যায়। এরকম অনুভূতির ইংরেজি তর্জমা হতে পারে ইনকমপ্লিট ব্রেথ। এই অসম্পূর্ণ প্রশ্বাসের চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাস’। গল্পটা প্রেমের, যে প্রেম কোলাহলকে পরিণত করতে পারে নির্জনতায়।’’
রেড অক্টোবরের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আসিফ হানিফ, নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন সৈয়দা শাওন।
Add Comment