সাময়িকী: শুক্র ও শনিবার
-চন্দ্রশিলা ছন্দা
স্রোতস্বিনী সেই নদীটি
কেন এখন মরণ ঘেঁষা
পাড় ভাঙে না ঢেউ তোলেনা
হারায় না পথ খরস্রোতা
কার জীবনে জ্বালতে আলো
জোনাক হলো অন্ধকারে
ধিকিধিকি জ্বলতে থাকে
তুষের আগুন বারে বারে
জীবন এখন ভীষণ বোঝা
ঘরের কোণে শ্রাবণ দিন
নোনা জলে পুড়ছে আজও
তৃষ্ণা শরীর বিরামহীন।
মানুষ বলে, একটা জীবন
প্রতিক্ষণে ফোটাও ফুল
ফুলও যে হয় প্রাণঘাতী আর
সরল ফুলে গরল ভুল!
একটা জীবন ধূসর ফাগুন
মৃত সাগর অভিশাপ
একটা জীবন সুবাস দিতো
আলো দিতো এখন পাপ।
Add Comment