সাময়িকী: শুক্র ও শনিবার
-গোলাম মোরশেদ চন্দন
তেইশ বছর একই ছিলাম, একটি ছিল যে দেশ
ভাষার প্রশ্নে দ্বিমত হতেই শুরু হল বিদ্বেষ।
বাহান্নতে বুকের রক্তে, মাতৃভাষার জয়
চুয়ান্নতে যুক্ত ফ্রন্টের এসেছিল বিজয়।
আটান্নতে আইউব খানের সামরিক আইন জারী
সেই থেকেই বাঙালীর বুকে কতোনা আহাজারি।
এভাবে পেলাম শুধু উপহাস হলাম নব্যদাস
স্বাধীনতার প্রশ্নে মুজিব, বিরল এক ইতিহাস।।
হক ভাসানী পারল না যা
মুজিব আনল স্বাধীনতা
ছয় দফা দিয়ে আগরতলা ষড়যন্ত্র মামলা
জেল জুলুমে আপস করেনি যতোই হল হামলা
মাথাউচু করে মুক্তি পেলেন, হননি তবু হতাশ।
স্বাধীনতার প্রশ্নে মুজিব, বিরল এক ইতিহাস।।
ঊনসত্তরে ছাত্র জনতা
রাজপথে নেমে আনল সমতা
সত্তুরে তাই একক ভাবে নির্বাচনে জয়
একাত্তরে সব একাকার, রক্তে কেনা বিজয়।
কারাগারে বসে ফাঁশি দড়িকে করেছেন উপহাস।
স্বাধীনতার প্রশ্নে মুজিব, বিরল এক ইতিহাস।।

Add Comment