সাময়িকী : শুক্র ও শনিবার
-শারমীন সোহেলী
আবার কবে গ্রামে গিয়ে ঘাসফড়িং এর মতো ছন্নছাড়া জীবন কাটাবো? ভোরবেলা ঘুম ঘুম চোখে ধানী রঙের নরম রোদ পোহাব। বাড়ির সামনের রাস্তায় চোখ বুজে দাঁড়ালেই মন কেমন করা কতোরকম গন্ধ পাব…শিশির ভেজা মাটির আদ্র গন্ধ…. রোদে পোড়া দুপুর ক্রমশ জুড়িয়ে আসার গন্ধ… মায়াবী বিকেল মাখা পৃথিবীর গন্ধ….।
আবার কবে আমি মিঠা রোদে স্তুপ করে রাখা খড়ের গাদায় বসে বই পড়তে পারব? আধভাঙা পাঁচিলের উপর বসে পুকুরে মাছ ধরা দেখব! টিনের চালে বৃষ্টির ঝমঝম শব্দে মন উথালপাতাল করব!
সন্ধ্যায় চৈতী শালিকের কিচিরমিচির, বাঁশ বনের ছায়ায় দোয়েলের শিস, মাঝ রাতে শেয়ালের হুক্কাহুয়া, চাঁদনী রাতে দিঘির পাড়ে বসে ঝিঁঝিঁ’র ডাক….আবার কবে শুনতে পাব?
ঘড়ির কাটার মতো একনাগাড়ে ছুটে চলা এই ছিমছাম সিকিউরড জীবন নিয়ে কোন অভিযোগ নেই। কেবল মাঝেমধ্যে ছুটি নিয়ে রূপকথার মতো কোমল কোন গ্রামের ঘাসফড়িং হতে ইচ্ছা করে…।
Add Comment