কবিতা

হরিণপালকের নোটবুক

সাময়িকী : শুক্র ও শনিবার

০৫ নভেম্বর ২০২১


-সানি সরকার

লক্ষ্য করো, প্রতিটি রাত
ওই একইভাবে ও নিয়মিত
মহাবিশ্বের ওপর ভর করে
ভোরের গোধূলির দিকে ছুটে যাচ্ছে

আর প্রতিটি গোধূলি সকালের দিকে

প্রতিটি সকাল কেবল সুন্দর ছুঁয়ে আছে

আমরাও তেমনি
এইভাবে উৎসব সাজাই, খুব গাঢ় হই…
যাতে আঘাত না লাগে
যাতে রাগের ভেতর থেকে উল্কা না খুলে পড়ে

এখন কালো ঘূর্ণির ভেতর আলোর ওপর
ঠোঁট ছুঁয়ে আছে শিশিরে তাপে শুকনো ভোর

এখানে ভোরও এক তীক্ষ্ম হরিণ
রাত কিনে নেবে বলে প্রতীক্ষায় কাটাচ্ছে অষ্টপ্রহর

আমরা পদ্ম-কুঁড়ির ওপর হাসছি খুব

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930