হ্যালোডেস্ক
১৫ জুলাই ২০২১
‘শাটডাউন’ শেষে ঈদ উপলক্ষে ফের খুললো দেশের অভিজাত প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্সের সবক’টি শাখা। ১৫ জুলাই হলিউডের পুরনো ছবি দিয়ে শুরু হলো এবারের যাত্রা।
তবে শুক্রবার (১৬ জুলাই) নতুন ছবি হিসেবে মাল্টিপ্লেক্সটিতে মুক্তি পাচ্ছে দেশীয় ছবি ‘কসাই’। অনন্য মামুন পরিচালিত ছবিটি গত ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পায়। এবার সেটি উঠছে বড় পর্দায়। এতে অন্যতম তিন চরিত্রে অভিনয় করেছেন নিরব, অপু ও প্রিয়মণি।
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘‘মূলত পুরনো ছবিগুলো দিয়েই খুলতে হয়েছে এবারের শো। তবে শুক্রবার থেকে রাজধানীর সীমান্তসম্ভার ও বসুন্ধরা শপিং মল শাখায় ‘কসাই’ ছবিটি চালানো হবে। পাশাপাশি হলিউডের পুরনো ছবিগুলোও চলবে। সে হিসেবে বলায় যায়, ‘কসাই’ দিয়েই আমরা এবারের মূল শো চালু করছি।’’
অনন্য মামুন পরিচালিত ‘কসাই’ ছবিতে আরও অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, ট্রান্সজেন্ডার নারী তাসনুভা আনান শিশির, ক্রিস্টিয়ানো তন্ময়, ফারহান খান রিও, এলিনা শাম্মি, তানজিলা হক প্রমুখ।
ছবিটি সিনেপ্লেক্স মুক্তি প্রসঙ্গে নিরব বলেন, ‘সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার পর গত ঈদে ওটিটিতে রিলিজ হয় ছবিটি। তখন আমরা বলেছি, পরে সিনেমাটি হলে রিলিজ দেওয়া হবে। এবার সিনেপ্লেক্স মুক্তি পাচ্ছে। আশা করছি ছবিটি দর্শকরা হলে গিয়ে দেখবেন।’
নির্মাতা অনন্য মামুন বলেন, ‘এতদিন আই থিয়েটারে ২০ টাকার বিনিময়ে সিনেমাটি দেখেছেন দর্শকরা। এবার সিনেপ্লেক্স মুক্তি পাচ্ছে। নৃশংসতার গল্প এবার বড় পর্দায় দেখার আনন্দ পাবেন দর্শকরা।’
Add Comment